শনিবার, এপ্রিল ৫, ২০২৫

বাংলামোটরে সংঘর্ষে আহত ১০ শিক্ষার্থী, অভিযোগ অস্বীকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাবি প্রতিনিধি

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, সদস্য রাবেয়া আক্তারসহ কয়েকজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ বিষয়ে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছেন।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। তিনি বলেন, “আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রাবাড়ীর একটি গ্রুপ এসে কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি করে। ছাত্র অধিকার পরিষদের একটি অংশ এ কাজ করেছে।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অভিযোগের ঘটনাগুলোতে যারা যুক্ত, তারা কেউই আমাদের সাংগঠনিক পরিসরের সদস্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা পদক্ষেপ নেন। কিন্তু বিপথগামীরা সহযোগিতার বদলে তাদের ওপর চড়াও হয়। এতে নির্বাহী সদস্য নাঈম আবেদিন আহত হন।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “আহত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।”

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছে, তারা সহিংসতার বদলে আলোচনা ও সম্প্রীতির নীতি মেনে চলে। যেকোনো সমস্যার সমাধান আলোচনা মাধ্যমে করা সম্ভব বলে তারা বিশ্বাস করে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছে উভয় পক্ষ।

সর্বাধিক পঠিত