শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বোয়ালখালীতে কৃষক ব্যবসা স্কুল মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষক ব্যবসা স্কুল ( এফবিএস)’র মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সারোয়াতলি ইউনিয়নের মধ্য বিদগ্রাম এলাকায় ২০২৪-২৫ অর্থবছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় উচ্চমূল্য ফসল উৎপাদন করার লক্ষ্য কৃষি ব্যবসা স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু,
উপ-সহকারী কৃষি কর্তকর্তা জয়নাল আবেদীন, মো. খালেদ ও কৃষক রতন চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ বলেন, উৎপাদিত পন্য অধিক মূল্যে বিক্রয় করে কৃষকরা যাতে লাভবান হয় তার জন্য কৃষক ব্যবসা স্কুলের মধ্য দিয়ে ৩ মাস ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়েছে । প্রত্যেকটি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠে রয়েছেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৩ জন কৃষককে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বাধিক পঠিত