শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

রাঙ্গামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়

 

মো.কামরুল ইসলাম ফয়সাল, রাঙামাটি

রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।রোববার জেলা শহরের মোজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জোন কমান্ডার লে. কর্নেল এরশাদুর রহমান চৌধুরী ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, ছাত্ররা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।
তারা আজ যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রশংসার দাবি রাখে।সেনাবাহিনী সকল মঙ্গলজনক কাজে সহযোগিতা করবেন বলে জানান তিনি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আব্দুল আলিম, ব্যবসায়ী নেতা কামাল হোসেন,বৈষম্য বিরোধী ছাত্রনেতা তাহাসিম আলম ওয়াহিদ, ওয়াহিদুজ্জামান রোমান, সায়দা আক্তার, এবং মোহাম্মদ ছাওবানসহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত