শনিবার, এপ্রিল ৫, ২০২৫

রাঙ্গুনিয়ায় উগ্রবাদী ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ জাকেরুল ইসলাম জাকের।

রাঙ্গুনিয়ায় উগ্রবাদী ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইস্কন নিষিদ্ধ ও রাষ্ট্রপক্ষের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা কারীর শাস্তির দাবিতে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের হাবিব গোট্টা এলাকা হতে হাজার হাজার তৌহিদি জনতার ও ধর্মপ্রাণ মুসলিমদের উপস্হিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ক্বারী মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের হাবিব গোট্টা হতে শুরু হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের লিচুবাগান সিএনজি ষ্টেশন মোর হয়ে ফেরীঘাট, দোভাষী বাজার ঘুরে লিচুবাগান তিন রাস্তা মোরে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আনাছ মাদানি, মাওলানা নুরুল আজিম, মাওলানা নাজমুল, মাওলানা নাছির, মাওলানা সিরাজ, মুফতি দিলদার, মাওলানা আব্দুল হামিদ, সেকান্দর হোসেন সওদাগর, মোহাম্মদ হারুন, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ। প্রতিবাদ সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন বনগ্রাম আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মুফতি মাহবুবুর রহমান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অপরাধীদের শান্তি নিশ্চিত করে, উগ্রবাদী ইসকন সংগঠনকে বাংলাদেশ হতে নিষিদ্ধ করতে হবে। তা নাহলে বাংলাদেশের তৌহিদি জনতার রাজপথে নেমে আসবে।

সর্বাধিক পঠিত