
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলাধীন সৈয়দ কামারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মো.সাদেকুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
বুধবার (৫ মার্চ )কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কতৃর্ক সই করা সৈয়দ কামারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত বশীর আহমদ কে অভিভাবক প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক শাহিন খান কে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
উল্লেখ্য বোর্ড কতৃর্ক নব নির্বাচিত সভাপতি মো. সাদেকুর রহমান একজন সু শিক্ষিত, সজ্জন ব্যক্তি এবং পেশায় তিনি একজন তরুন আইনজিবী।
সৈয়দ কামারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে তিনি দক্ষতার সাথে ভুমিকা রাখবেন বলে মনে করছেন এলাকাবাসি ও সচেতনমহল।