শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ

 

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়াঃ)

সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খাবার প্রদান করা হয়।

সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদ এর পরিচালক ও প্রয়াত সংসদ সদস্য পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ রাফিউল আবদাল, সাংসদ পুত্র সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, আলী আহাম্মদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের জন্য দোয়া করা হয়। এ উপলক্ষে এদিন কম্বল ও খাবার বিতরণের পাশাপাশি মেডিকেল অফিসারদের সমন্বয়ে ফ্রিতে ১৪’জন কিশোরের সাস্থ্য সম্মতভাবে সুন্নতে খৎনার আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত