শনিবার, এপ্রিল ৫, ২০২৫

হ্নীলা ইউনিয়ন সচিব ও প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন

করিম উল্লাহ

হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে অবহেলা, অসৌজন্যমূলক আচরণ, অনৈতিক অর্থ দাবির অভিযোগ এবং বর্তমান প্রশাসকের জনগণের প্রত্যাশা অনুযায়ী সময় বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে ছাত্রজনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হ্নীলা বাস স্টেশন এলাকায় এই মানববন্ধন পালিত হয়।

এই সময় ছাত্র প্রতিনিধি মহিবুল্লাহ বলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদ সংক্রান্ত সেবার কাজে জনগণকে যেভাবে হয়রানির শিকার হতে হয় তা বলার মত নয়। এমনকি অবৈধভাবে টাকা দাবি করে। এই সমস্যার সমাধান আমরা চাই।

ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মুহাম্মাদ সায়েমুল ইসলাম সায়েম অভিযোগ করে বলেন, “সচিবের অন্যায় ও অনিয়মের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। স্বাক্ষরের জন্য টাকা দাবি করা, স্মারক নম্বর প্রদানের নামে অর্থ আদায়, এবং মানুষের সঙ্গে অশোভন আচরণ এখন নিয়মে পরিণত হয়েছে। এছাড়া নব নিযুক্ত প্রশাসকও জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন।”

এলাকার সাধারণ ছাত্র কায়সার উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বাক্ষর নিতে গেলেও খারাপ আচরণ করে এবং পরিষদের টাকা বলে নিজের পকেটে ভারি করে।

ভুক্তভোগী জিবরাইল জানান, “আমার মা অসুস্থ। আমরা গরিব পরিবারের সন্তান। মায়ের চিকিৎসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের আবেদন ফরমে প্রশাসকের স্বাক্ষর নিতে গেলে বাংলাদেশি পরিচয়ের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে বলা হয়। প্রয়োজনীয় পরিচয়পত্র নিয়ে উপস্থিত হলেও আমাকে জানানো হয়, আজ স্বাক্ষর দেওয়া সম্ভব নয়, পরে আসতে হবে।”

অন্যদিকে ভোটার হালনাগাদ করার জন্য ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নিয়োগপ্রাপ্ত প্রশাসকের দাপ্তরিক ব্যস্ততার অজুহাতে জনগণকে প্রচুর বেগ পোহাতে হচ্ছে এবং এই সুযোগে ইউপি সচিব দুর্নীতি ও অনিয়ম করছে বলেও অভিযোগ জানান তাঁরা।

এছাড়াও, বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনায় এনে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করে হ্নীলা ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে জনবান্ধব করার আহ্বান জানান উপস্থিত ছাত্র জনতা।

আগামী রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান তাঁরা।

সর্বাধিক পঠিত