শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে খাগড়াছড়ি ও সাজেক ভ্যালী

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালীর পর্যটন কেন্দ্রগুলো আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর ২০২৪ থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোসহ সাজেক ভ্যালীতে ভ্রমণ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙামাটির সাজেক ভ্যালীতে পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ খবর শুনে খাগড়াছড়ির আলুটিলা, হটি কালচার পার্কসহ সাজেক ভ্যালীর পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করছেন, পর্যটকদের আগমনের ফলে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পাবে এবং বিগত এক মাসের লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে।

প্রসঙ্গত, সহিংসতাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

সর্বাধিক পঠিত